শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের খামার বলমঝাড় গ্রামে বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে
স্ত্রী নাজমা বেগম (৩০) ও ৬ মাসের শিশু কন্যা শামীমাকে গলাটিপে হত্যা
করা হয়েছে। হত্যার অভিযোগে স্বামী ছামিউল ইসলামকে পুলিশ আটক
করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছামিউল ইসলাম ৩ স্ত্রীর মধ্যে নাজমা বেগমকে
নিয়ে তার বাড়িতে থাকে। দা¤পত্য কলহ নিয়ে প্রতিদিনই তাদের মধ্যে
ঝগড়া হতো। বুধবার রাতে তাদের মধ্যে কলহের একপর্যায়ে ছামিউল তার স্ত্রী
নাজমাকে গলাটিপে হত্যা করে। পরে মায়ের পাশে থাকা শামীমাকেও
গলাটিপে হত্যা করে। বৃহ¯পতিবার সকালে তাদের লাশ দেখে প্রতিবেশীরা
পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার
প্রক্রিয়া চলছে।