অনলাইন ডেস্কঃ রাজধানী ঢাকায় যানজট এখন বড় সমস্যা। এর বিরুপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। যার ফলে দেশের উন্নয়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে। সব জেনেও অসহায় নগরবাসী। এই যানজটের কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ২ কোটি ৪০ লাখ কর্মঘণ্টা।ঢাকার সবচে’ গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে বিজয় সরণি মোড়। প্রতিদিন এখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিসগামী যাত্রীদের। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের। রাজধানীর অন্যান্য স্থানের তুলনায় বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ কাজ করেন এই মোড়ে। কিন্তু তাতেও সহনীয় পর্যায়ে আসছে না নগরবাসীর এই দূর্ভোগ। মিরপুর, উত্তরা, মতিঝিলসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় যেতে হলে এই মোড় ব্যবহার করতে হয় যাত্রীদের। পোহাতে হয় চরম ভোগান্তি।বিজয় সরণি শুধু ঢাকার গুরুত্বপূর্ণ একটি মোড় নয়। এর পাশেই রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংসদ ভবনসহ দেশের গুরত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠান। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি যানজট নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে সেনাবাহিনীর প্রস্তাবিত ইউলুপে ফ্লাইওভার আন্ডারপাসের নকশা। খুব দ্রুত কাজ শুরু হবে।বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাবিত ইউলুপে ফ্লাইওভার আন্ডারপাসের নকশা উপস্থাপন করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিদিন এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা দূর হবে।