সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট বাজার এলাকায় গতকাল
বৃহস্পতিবার দুপুরে দশ গ্রামের কয়েক হাজার নারী পুরুষ একত্রিত হয়ে
ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মানব বন্ধনে অংশ গ্রহণ করেন সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা, সাদিপুর ইউনিয়ন
পরিষদের সদস্য আব্দুল খালেক মিয়া, আল আমিন মিয়া, আশ্রাফ আলী,
সাবেক ইউপি সদস্য মোতালিব মিয়া, আওয়ামীলীগ কর্মী ইদ্রিস আলী,
আলেক চাঁন, সাদীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,
সাদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন
মাসুম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক কাজী
মাসুদ, পঞ্চমীঘাট বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি
হোসেন আলী ভূইয়া, শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আইয়ুব আলী
ভূইয়া সহ বিভিন্ন দলের আশপাশের দশ গ্রামের কয়েক হাজার নারী পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকার
গাজী নুরুদ্দিনের ছেলে সোহেল মিয়া একই এলাকার পঞ্চমীঘাট বাজারের
ব্যবসায়ী ইয়াকুব আলী ভূইয়ার মালিকানাধীন দোকান ঘর চুক্তি মোতাবেক
ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি তার চুক্তির মেয়াদ শেষ
হওয়ার পর দোকান ঘর ছেড়ে না দিয়ে জোর পূর্বক ব্যবসা পরিচালনা করে
আসছেন। এতে দেড় বছরের বকেয়া ভাড়া জমে যায়। দোকান মালিক ইয়াকুব
আলী ফের দোকানের ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া সোহেল মিয়া মিথ্যা
চুরির মামলা দেয়। এতে আসামী করা হয় দোকানের মালিক ইয়াকুব আলী,
তার চাচাতো ভাই কামাল হোসেন, ইউসুফ মিয়া, আইয়ুব ভূইয়া ও
মিজানুর রহমানকে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল বৃহস্পতিবার
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পঞ্চমীঘাট বাজার এলাকায় মানব বন্ধন করেন।
মানব বন্ধন শেষে এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল করে পঞ্চমীঘাট এলাকার
প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
এ বিষয়ে জানতে চাইলে মানব বন্ধনে অংশ নেওয়া সাদীপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা বলেন, এলাকার কতিপয় নিরীহ ব্যবসায়ীদের
বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন সোহেল মিয়া নামে এক ব্যক্তি।
আগামী এক সপ্তাহের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে
এলাকাবাসীকে নিয়ে ঢাকা বাইপাস সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচী
ঘোষণা করা হবে।
মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে ইয়াকুব আলী ও আইয়ুব আলী ভূইয়া
জানান, আমার দোকান ঘরের ভাড়া চাইতে গেলে আমি সহ আমার চাচাতো
ভাইদের মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে মিথ্যা মামলা
প্রত্যাহার সহ প্রতারক সোহেল মিয়াকে গ্রেফতারের দাবী জানান তারা।
মামলার বিষয়ে জানতে চাইলে সোহেল মিয়া বলেন, এ ঘটনা সম্পূর্ণ
মিথ্যা বরং আমাদের জমি জোর করে নিচ্ছে প্রতিপক্ষরা।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, মামলার বিষয়টি খতিয়ে দেখা
হচ্ছে। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না।