শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধু ও শহীদদের সংখ্যা নিয়ে কটুক্তির অভিযোগে নড়াইলের আমলী
আদালতে দায়েরকৃত মানহানী মামলার বাদীকে হুমকীর অভিযোগে
নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে
নড়াগাতী থানায় সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে। জেলার
নড়াগাতী থানার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে মোঃ
রায়হান ফারুকী ইমাম শনিবার (৪ মার্চ) রাতে সাধারণ ডায়েরিটি
করেন।
রায়হান ফারুকীর দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়েছে যে,
বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা নিয়ে কটুক্তি করায় বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার নামে গত ২৪/১২/১৫ ইং তারিখে নড়াইলের বিজ্ঞ
আদালতে মামলা দায়ের করেন (সিআর১২৮/১৫)। ওই মামলায় বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারী
রয়েছে।
ফারুকী অভিযোগ করেন মামলাটি দায়ের করার কারনে নড়াইল জেলা
বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপির দলীয়
লোকজন বাদী রায়হান ফারুকী ইমামকে বিভিন্ন সময়ে ক্ষয়ক্ষতি
করার হুমকী দিয়ে আসছে। মামলাটি তুলে নেয়ার জন্য বিভিন্ন সময়
তাকে মোটা অংকের টাকার অফার করা হয়েছে। কিন্তু প্রত্যাহার না
করায় তাকে ক্ষয়ক্ষতির হুমকী দেয়া হচ্ছে। বর্তমানে তিনি
নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং প্রতিকার চেয়ে জিডি দায়ের
করেছেন বলে দাবি করেন।
নড়াইলের নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান
জানান, নড়াইল জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য চাপাইল গ্রামের
রায়হান ফারুকী ইমাম জিডিটি দায়ের করেন। জিডি নং-১০৯,
তাং-০৪.০৩.১৭)। বিষয়টি তদন্তের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি
প্রার্থনা করবো। অনুমতি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,
‘ আমার বিরুদ্ধে যিনি অভিযোগটি করেছেন তাকে আমি
চিনিও না। হয়রানী করার উদ্দেশ্যে জিডিটি করা হয়েছে’।