বাংলার প্রতিদিন ডটকম ঃ
মুষলধারে বৃষ্টিতে ধুয়ে গেল রাজধানী। সঙ্গে ছিল ছোট ও মাঝারি আকারের শিলা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় ঝুম বৃষ্টি। তবে বেশি সময় স্থায়ী হয়নি বৃষ্টি। আধা ঘণ্টা পরই কমে আসে বৃষ্টির দাপট। শীতের পর এই প্রথম রাজধানীতে মুষলধারে বৃষ্টি নামলো।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আগেই অবশ্য বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই পূর্বাভাসকেই সত্যে পরিণত করে শুষ্ক ধরণীকে সিক্ত করে দিয়ে গেল ক্ষণিকের বৃষ্টি।
এদিকে বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় বিপাকে পড়েন পথচারী, রিকসাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবাই গিয়ে আশ্রয় নেয় আশপাশের দোকান ও ভবনে। অনেকেই আবার আশপাশে কোন ছাউনি না পেয়ে বিপাকে পড়েন।