নাটোর ব্যুরো অফিস,
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা উপ-
নির্বাচনে নির্বাচন অফিসের প্রাপ্ত ফলাফলে বেসরকারীভাবে নির্বাচিত
হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা
আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দীকুর রহমান।
তিনি পেয়েছেন ৬৬৪৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী ধানের শীষ
প্রতীকে অংশ নিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির
স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম
রাসেল পেয়েছেন ৩৯২০৬ ভোট। উপজেলার মোট ৮১টি প্রেন্দ্রর সবকটির ফল
পাওয়া গেছে। সকাল থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত ভোটারগন তাদের
ভোটঅধিকার প্রয়োগ করে । উপজেলার ২ লাখ ৭ হাজার ৩৭৬ জন ভোটারের মধ্য
এক লাখ ৫ হাজার ৬৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার
নজরুল ইসলাম নির্বাচনের এই ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য:- সর্বশষ ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা বিএনপির
সভাপতি ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম মারা
গেলে এই পদটি শূন্য হয়।