গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতনিধি:ি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি এ বার্তাকে সামনে রেখে
ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ‘শিশু বিকাশ নওগাঁ’ আয়োজনে অধিকার
বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নওগাঁ
জিলা স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন
পুলিশ সুপার মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। এ সময় বিশিষ্ট সমাজ সেবক ও
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশু বিকাশের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, উপদেষ্টা ডা.
হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক ও কৃষিবিদ সজল কুমার চৌধুরী, প্রতিষ্ঠাতা
সদস্য ও শিশু বিকাশ ঢাকার সভাপতি মুরাদ হোসেন সহ ‘শিশু বিকাশ নওগাঁ’ এবং
ঢাকার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ১শ’ পিচ
ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়।
অপরদিকে, নওগাঁ পৌরসভা ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক
আয়োজিত দুস্থ পরিবারের মাঝে ঈদের নতুন পোষাক, সেমাই ও চিনি বিতরণ করা
হয়েছে। শুক্রবার বিকেলে শহরের আরজি নওগাঁ স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি ছিলেন
পুলিশ সুপার মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম। এসময় বিশিষ্ট ব্যবসায়ী
আলহাজ্ব আব্দুর রফিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম, পৌর
কমিউনিটি পুলিশিং সভাপতি রেজাউল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফোরামের
অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১ হাজার দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের সেমাই
ও চিনি বিতরণ করা হয়।