সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে
নারায়ণঞ্জের সোনারগাঁও উপজেলার হামছাদি পাচানী গ্রামে গতকাল শুক্রবার
দুপুরে এক ব্যবসায়ী ও তার বড় ভাইয়ের স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ও
শরীরের বিভিন্ন অংশ থেতলিয়ে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায়
থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পরিবারের সদস্যদের বাড়ি থেকে তাড়িয়ে
দিয়েছেন তারা। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জীবনের ভয়ে বাড়ি-ঘর ছেড়ে
অনত্র পালিয়ে বেড়াচ্ছেন।
লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন উপজেলার বৈদ্যের বাজার
ইউনিয়নের হামছাদি পাচানী গ্রামের ব্যবসায়ী করিম মোল্লার সাথে একই
গ্রামের শফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে
দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে শফিকুল ইসলাম, নজরুল ইসলাম,
ন্ধাসঢ়;ঈম মিয়া, মাসুদ হোসেন, আহসান উল্লাহ ও সুমন মিয়া সহ ১০/১২
জনের একদল সন্ত্রাসী বাহিনী রামদা, হকিস্টিক, হাতুড়ি ও ছোরা সহ দেশী
অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী করিম মোল্লা ও তার ছোট ভাইয়ের
স্ত্রী মমতা বেগমকে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলিয়ে দিয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার পর সন্ত্রাসীরা আরোও উত্তেজিত হয়ে
ওই ব্যবসায়ীর বাড়ির অন্যান্য সদস্যদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এতে ওই
ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জীবনের ভয়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছে। মারাত্মক আহত
অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হলে তাদের অবস্থার অবনতি হলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
আহত ব্যবসায়ীর বড় ভাই হাবিবুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের
ধরেই সন্ত্রাসী শফিকুল ইসলাম ও তার লোকজন আমার ভাই ও স্ত্রীকে হাতুড়ি
দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলিয়ে দিয়েছে। তারা মারাত্মক
আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ
দায়ের করার পর সন্ত্রাসীরা আমাদের পরিবারের সদস্যদের ঘর থেকে তাড়িয়ে
দিয়েছেন। আমরা এখন জীবনের ভয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
এদিকে শফিকুল ইসলাম ও নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাদের
বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন তারা।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায়
লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ পাঠানো
হয়েছে।