বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১ তম কারাবরণ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে দুপুর সাড়ে ১২ টায় শহরের জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই। সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. মাহাবুব খান, শহর এিনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, দপ্তর সম্পাদক আব্দুল আজীম স্বপণ, সহ-সাংগঠনিক সম্পাদক
ও সাবেক ভিপি মো. শাহিন মিয়া,জেলা যুবদলের সভাপতি তারেক কাশেম খান মুকুলসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, সন্ত্রাসী হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মিদের দাবীয়ে রাখা যাবে না।
বতর্মান সরকারের গুন্ডাপান্ডারা বিএনপি নেতাকর্মীদের উপর যেসব সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে এসব করে দেশে সর্ববৃহৎ দলটিকে নিশ্চিন্য করা যাবে না। বরং বিএনপির জনপ্রিয়তা আরো বারবে। কারন বিএনপি কখনোই সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাসীদের লালন করে না।