শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গোবিন্দগঞ্জের সাপমারা
ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্মের ইক্ষু খামারে সাঁওতাল হত্যা,
সাঁওতাল গ্রামে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটকারীদের গ্রেফতার ও
শাস্তির দাবীতে গোবিন্দগঞ্জ থানা মোড় এলাকায় শনিবার মানববন্ধন ও
বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও বাগদা
ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন শেষে সহ¯্রাধিক আদিবাসীদের একটি বর্ণাঢ্য মিছিল
গোবিন্দগঞ্জ বন্দর এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ,
বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক সুফল
হের্মরম, আদিবাসী নেত্রী রিনা মার্ডি, অলিভিয়া হের্মরম, বাগদা ফার্ম
ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী,
জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ যুব ইউনিয়নের
জেলা সভাপতি প্রতিভা সরকার ববি, সিপিবি উপজেলা সভাপতি তাজুল
ইসলাম, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা হরিশংকর সাহা,
আদিবাসী নেতা বার্নাবাস টুডু প্রমুখ।
বক্তারা সাওতাল হত্যা, সাঁওতাল গ্রামে অগ্নিসংযোগ, হামলা,
লুটপাটকারীকারীদের মূলহোতা গোবিন্দগঞ্জের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল
কালাম আজাদ, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, চিনিকলের
ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়ালকে গ্রেফতার ও অগ্নিসংযোগের
ঘটনার সাথে সংশিষ্ট চিহ্নিত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান। বক্তারা
আরও বলেন, তাদের বাপ-দাদার ভিটায় তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং হত্যা,
লুটপাট, অগ্নিসংযোগ অপরাধের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে
শাস্তির আওতায় আনারও দাবি জানান।