এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর
সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক
ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস
ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার জয়াগ ইউনিয়নের
আমকী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, স্থানীয়
এলাকার আমকী মিয়া বাড়ীর আব্দুল ওয়াদুদের ছেলে নূর হোসেন (২৬),
চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সাতগড়িয়া পাড়ার আব্দুর সবুরের
ছেলে মো. সাব্বির (২০) ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সিকদারপাড়া
গ্রামের জাফর আলমের ছেলে মো. হাছান (১৮)। সোনাইমুড়ী থানার উপ-
পরিদর্শক (এসআই) টমাস বড়–য়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন
সংবাদের ভিত্তিতে সকালে আমকী বাজার এলাকা অভিযান চালানো হয়। এসময়
এক হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায়
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা
হয়েছে।