গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায়
নকশা না মেনে অসহায় কৃষকের জমি দখল করে এলজিইডি
কর্তৃক বাস্তবায়িত একটি রাস্তা নির্মান করছে
ঠিকাদার।
স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় রাজু মোল্লা
মানের ওই ঠিকাদার হরিনাহাটি-আমবৌলা সড়ক নির্মান
করছে। বাধা দেওয়ায় বিভিন্ন পরিবারের লোকজনের উপর
হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঠিকাদার
রাজু মোল্যা, কোটালীপাড়া উপজেলা এলজিইডি
প্রকৌশলী এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে
বিবাদী করে কোটালীপাড়া সহকারী জজ আদালতে একটি
মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা।
মামলার বিবরণে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া
উপজেলার হরিনাহাটি গ্রামের মৃত সুরেন্দ্রনাথ বাড়ৈর
পুত্র নারায়ন চন্দ্র বাড়ৈ, মৃত যোগেষ রায়ের পুত্র
দেবেন্দ্রনাথ রায়সহ অনেকের বসত ভীটা, নাল জমির উপর
দিয়ে স্থানীয় একটি কুচক্রী মহলের সহায়তায় জোর
পূর্বক রাস্তা নির্মান কাজ করছে ঠিকাদার রাজু মোল্লা।
এ ব্যাপারে সুরেন্দ্রনাথ বাড়ৈ বলেন, আমি ক্রয় সূত্রে ও
কিছু জমি পৈত্রিক সূত্রে ভোগ করে আসছি।
হরিনাহাটি থেকে আম্বুলিয়া পর্যন্ত এলজিইডির
সহায়তায় একটি পাকা রাস্তা নির্মানের প্রস্তাব করা হলে
আমরা গ্রামবাসী সবাই রাস্তার জন্য অধিগ্রহণ ছাড়াই
জায়গা ছেড়ে দেই। কিন্তু সম্প্রতি রাস্তার উন্নয়ন কাজ
দ্রুত গতিতে এগিয়ে আমার জমি পর্যন্ত আসলে আমার
পাশের শরীকের আজিদ মিয়া, হারুন মিয়া, হাকিম মিয়া,
সিরাজ মোল্লা তাদের জমির উপর দিয়ে রাস্তা দিতে
অস্বীকার করে। পরে স্থানীয় শালিশের মাধ্যমে তারা আমার
অংশে জায়গা পাবে বলে দাবী করেন। আমরা জায়গা
পরিমাপের দাবী করি। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের নিয়ে
ঠিকাদার রাজু মোল্লা তার কর্মীদের দিয়ে সম্পূর্ন আমার
জায়গার উপর দিয়ে রাস্তা নির্মান কাজ শুরু করে। আমি
বাড়িতে না থাকায় দ্রুত মেশিনের মাধ্যমে রাস্তার জন্য
মাটি তুলে ফেলা হয়। এ সময় আমার স্ত্রী ও পুত্র বাধা দিলে
স্থানীয় বাদল চৌধুরী, হাসান সিকদার, মিঠুন মেম্বার,
সেকেন্দার গাইন, এস্কেন্দার গাইন, আলগীরসহ ঠিকাদারের
লোকজন তাদের উপর হামলা চালিয়ে লাঠি সোটা দিয়ে
পিটিয়ে মারাত্মক আহত করে। পরে আমি স্থানীয়
প্রকৌশলীকে বিষটি অবহিত করি কিন্তু তিনিও সুকৗশলে
বিষয়টি এড়িয়ে যান।
পরে বিজ্ঞ সহকারী জজ আদালত, কোটালীপাড়া, গোপালগঞ্জে
ঠিকাদার রাজু মোল্লা, কোটালীপাড়া উপজেলা এলজিইডি
প্রকৌশলী এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে
বিবাদী করে একটি মামলা দায়ের করেন নারায়ন চন্দ্র বাড়ৈ ও
দেবেন্দ্রনাথ রায়। এ ব্যাপারে কোটালীপাড়া বিজ্ঞ সহকারী
জজ আদালত থেকে ওই তিন জনকে কারন দর্শানোর নোটিশও
প্রদান করা হয়।
এলাকাবাসী জানান, ঠিকাদার রাজু মোল্লা স্থানীয়
প্রভাবশালীদের সাথে আতাত করে তার কাজ দ্রুত করার লক্ষে
বসত বাড়ীর উপর দিয়ে, উঁচু স্থান দিয়ে নকশা না মেনেই
রাস্তা নির্মান কাজ করছে। আমরা বাধা দিলে আমাদের উপর
নির্মম ভাবে অত্যাচার ও মারপিট করা হয়। বিশেষ করে আমরা
হিন্দু সম্প্রদায়ের লোকজন বলে কেউ আমাদের কথা
তোয়াক্কা করে না।
এ ব্যাপারে এলাকাবাসী অচিরেই রাস্তার সঠিক নকশা ও
সঠিক ভাবে জমি মেপে শান্তি বজায় রেখে রাস্তা
নির্মানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।