বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর এইচ এম হাসান রাজা অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।
বেয়াইকে দেখতে আজ মঙ্গলবার রাতে ওই হাসপাতালে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সময় চিকিৎসকদের কাছে এইচ এম হাসান রাজার শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন। হাসান রাজার দ্রুত সুস্থতার জন্য খালেদা জিয়া চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।