রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউপির উপ-
নির্বাচণে চেয়ারম্যান পদে তৃণমূলের গোপন ব্যালটে
বৃহস্প্রতিবার দুপুরে পৌর শহরের ডাক – বাংলা সার্কিট হাইজে
অনুষ্টিত হয়।
আ’লীগের গঠনতন্ত্র মোতাবেক জেলা,উপজেলা,ইউপি ও ওয়ার্ডের
২৪ জণ ভোটের মধ্য ২২ জণ ভোট দেন। এতে লামচর ইউপির
আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী (৭) ভোট, ইউপি
সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ উল্যাহর স্ত্রী পান্না বেগম
(৭), ফয়েজ উল্যাহ জিসান (৬), ফারুক হোসেন (২) ভোট পায়।
ওই ইউপির তৃনমূল আ’লীগসহ সাধারণ ভোটারগণ আবুল খায়ের
ভূইঁয়াকে চেয়ারম্যান হিসেবে দাবী করেন। উল্লেখ্য গত ইউপি
নির্বাচণের তৃতীয় ধাপে লামচর ইউপির নির্বাচিত চেয়ারম্যান
মোহাম্মদ উল্যাহ মক্কায় হজ্জরত অবস্থায় ওই খানে নিহত হয়।