ঠাকুরগাঁও প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি জোড়া হত্যাকান্ডের বর্ষপূর্তিতে উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হেজবুত তাওহীদ নামের একটি অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার বাসস্ট্যান্ড বজ্রশক্তি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও জেলা হেজবুত তাওহীদের তথ্য ও সাহিত্য সম্পাদক মানিক হোসেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হেজবুত তাওহীদ রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস শামিম, দিনাজপুর দক্ষিন জেলার সভাপতি হাসিম উদ্দিন, ঠাকুরগাঁও জেলা সভাপতি সাহবুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, গত বছরের এই দিনে (১৫ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়িতে হেজবুত তাওহীদের উপর হামলা চালানো হয়। ওই দিন ধর্মব্যবসায়ী রাজনৈতিক অপশক্তি দলের কর্মীরা হেজবুত তাওহীদের নির্মানাধীণ মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং নির্মান কাজের সাথে সম্পৃক্ত হেজবুত তাওহীদের ২ জন কর্মীকে নৃশংসভাবে জোবাই করে হত্যা এবং পেট্রোল ঢেলে জ্বালিয়ে ভস্ম করে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে ওই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ অন্য আরো ৪ দফা বাস্তবায়নের দাবী করা হয়।