ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ নীলফামারী সদরের তরুণীবাড়ী এলাকায় রোড
মেরামতের রোলার মেশিনের চাপায় জামির উদ্দিন (২৮) নামের এক যুবকের
মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জামির ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খারগাঁও গ্রামের আব্দুল
কাদেরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে নীলফামারী-
ডোমার সড়কে জামির ট্রাক্টরে করে তরুণীবাড়ী এলাকা অতিক্রম করছিলেন।
এসময় ট্রাক্টরটি রাস্তার পাশে থাকা রোলারকে দ্রুত গতিতে ধাক্কা দিলে উক্ত
রোলারটি চলতে শুরু করে।এবং জামির ট্রাক্টর থেকে রাসÍায় পড়ে গিয়ে রোলারের
নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানা সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।