গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে হতদরিদ্রদের মাঝে
সরকারি চাউল সুষ্ঠ ভাবে বিতরনে ব্যাতিক্রমি ধরনের উদ্দোগ
নিলেন সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদের ৫নং
ওয়ার্ডের সদস্য চঞ্চল রায়। গোপালগঞ্জ জেলার বিভিন্ন
ইউনিয়নে যখন হতদরিদ্রদের মাঝে চাউল বিতরনের অনিয়ম
দেখা যাচ্ছে ঠিক তখনি এ ধরনের মহতি উদ্দোগ নিলেন
বৌলতলী ইউপি সদস্য চঞ্চল রায়।
গতকাল সরেজমিন গিয়ে ও এলাকাবাসী সুত্রে জানা যায়,
সরকার কর্তৃক দেওয়া ন্যায্য মূল্যের চাউল বিতরনের ডিলারের
অনিয়ম দেখে বৌলতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের
ইউপি সদস্য চঞ্চল রায়ের নেত্রীত্বে আরো ৪ জন ইউপি
সদস্যরা মিলিত হয়ে সুষ্ঠ ভাবে এ চাউল বিতরন করে।
এ ব্যাপারে চঞ্চল রায় জানান, হতদরিদ্রদের মাঝে সরকার
ডিলারদের মাধ্যমে যে চাউল বিতরন করছে তার অনিয়ম ও
চাউল কম দেওয়ার কারনে আমরা কয়েকজন ইউপি সদস্য
মিলিত হয়ে এ উদ্দোগ গ্রহন করি। আমাদের সকল কাজ
ফেলে আমরা নিজেরাই হতদরিদ্রদের তালিকা তৈরী করে
নিজেদের হাতেই সুষ্ঠ ভাবে তাদের চাউল বিতরন করছি।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন
এলাকাবাসী জানায়, হত দরিদ্রদের চাউল বিতরনে ডিলার
অনিয়ম করে আসছিল। হতদরিদ্ররা ঠিকমত চাউল পেত না।
আমাদের ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য চঞ্চল রায়
এ উদ্দোগ গ্রহন করায় এখন হতদরিদ্রদের মাঝে সুষ্ঠ ভাবে
চাউল বিতরন হচ্ছে।
এ ব্যাপারে বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকান্ত
বিশ্বাস জানায়, ডিলারদের কোন লাভ না থাকায় তারা
হতদরিদ্রদের মাঝে চাইল বিতরন করতে অপারগতা প্রকাশ করায়
আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য চঞ্চলসহ ৪ জন সদস্য
এ ধরনের উদ্দোগ গ্রহন করেছে। যাতে করে হতদরিদ্রদের চাউল
বিতরনে কোন সমস্যা না হয়।