নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আসন্ন ২২ মার্চ অনুষ্ঠিতব্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-
নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীর পৃথক-পৃথকভাবে ১৫ হাজার
টাকা জরিমানা করেছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী
ম্যাজিস্ট্রেট মুহাঃ হাবিবুল আলম ও এম.এম আশিক রেজা।
সংশ্লিষ্ট সূত্র বলছে গতকাল শনিবার রাতে উপজেলার পাঁচপীর বাজারে আচরণ
বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা
আহম্মেদের ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা
প্রশাসনের সহকারী কমিশনার এম.এম আশিক রেজা। এদিকে একই ঘটনায় লাঙ্গল
প্রতীকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্র্থী ব্যারিস্টার শামীম হায়দার
পাটোয়ারীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা
প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ হাবিবুল আলম। নির্বাহী
ম্যাজিস্ট্রেট এম.এম আশিক রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ
ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া
গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে
আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে শূন্য হওয়া আসনটির উপ-নির্বাচন।