ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট এলাকা থেকে মো.রাকিব ও নুরনবী
নামের দুই জি¦নের বাদশা কে আটক করেছে পুলিশ। ররিবার(১৯মার্চ)
দুপুরে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, মোবাইলে প্রতারনা করে সাধারন মানুষের কাছ থেকে
টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটক নুরনবী বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামের সফিকুলের
ছেলে, রাকিব কাচিয়া ইউনিয়নের আনোয়ার দফাদারের ছেলে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) অসীম সিকদার বলেন,
জি¦নের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র দেশের বিভিন্ন জেলায় গভীর
রাতে মানুষের মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে প্রতারনার
ফাঁদ পাতে। এবং সাধারন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
এমন খবরের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায়
অভিযান চালিয়ে রাকিব ও নুরনবী নামের এ চক্রের দুই সদস্যকে পুলিশ
আটক করে।
আটককৃত দুইজনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে একটি প্রতারনা
মামলা দাযের করা হয়েছে।