বাংলার প্রতিদিন ডটকম ঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি দরবার শরিফে কথিত পীর ও তাঁর এক নারী মুরিদের মূল হত্যাকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে এক খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম। এর বেশ কিছু জানা যায়নি।
গত ১৩ মার্চ সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলাগ্রামে পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তাঁর নারী মুরিদ রূপালী বেগমকে (২৮) গুলি করে এবং গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘট্নার দিন জিকির শুরুর আগে ছয়-সাতজন দুর্বৃত্ত দরবার শরিফে ঢুকে প্রথমে পীরকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা কাটে। পরে গুলি করে হত্যা করে। এ সময় রূপালী বেগম চিৎকার করলে দুর্বৃত্তরা একই কায়দায় তাঁকেও পাশের আরেকটি ঘরে হত্যা করে।