সিংড়া (নাটোর) প্রতিনিধি:
“আমার স্বাস্থ্য, আমার উন্নতির সোপান” প্রতিপাদ্য বিষয় নিয়ে
নাটোরের সিংড়ায় দিনব্যাপি ব্যতিক্রর্মী স্বাস্থ্য মেলার উদ্বোধন করা
হয়েছে। সোমবার সকাল ১১টায় সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে ও
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কোর্ট মাঠে এই মেলার শুভ
উদ্বোধন করেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।
এসময় ইউএনও সাদেকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশিষ্ট
রবীন্দ্র গবেষক প্রফেসর ড. আশরাফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা বেলাল উদ্দিন, ক্লিনিক ম্যানেজার জোবায়ের আলম প্রমূখ।
ক্লিনিক ম্যানেজার জোবায়ের আলম বলেন, চলনবিল অধ্যুষিত এই এলাকার
জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের এই ব্যতিক্রমধর্মী মেলার
আয়োজন। তাছাড়া স্বাস্থ্য সম্পর্কে রাতে বিশেষ নাটকের আয়োজন করা
হয়েছে।