মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর এর আওতায় দিনাজপুর সদর উপজেলার হর্টিকালচার সেন্টারে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) সদর দিনাজপুর এর বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকার সহযোগিতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে দু’দিনব্যাপী ফুল চাষ এবং ফুল বিক্রয় প্রশিক্ষণে সোমবার (২০শে মার্চ) উদ্বোধন হয়েছে।
বিবিডিএস’র নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর কর্তৃক পরিচালিত সদর উপজেলা হর্টিকালচার সেন্টারের ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।
প্রধান অতিথি কৃষিবিদ প্রদীপ কুমার গুহ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের একজন। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের ফুল চাষ এবং ফুল বিক্রির প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলাই বাংলাদেশ সরকারের মূল উদ্দেশ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়।