গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রাক্টর-ট্রলি
চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি
পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায়
প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে গোপালগঞ্জ ট্রাক্টর-
ট্রলি সমিতির সভাপতি মোঃ অহিদ মোল্লার নেতৃত্বে
ট্রাক্টর-ট্রলি মালিক সমিতির নেতা কর্মিরা হাতে হাত ধরে
ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে।
মানব বন্ধন সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, খালিদ হোসেন ও
রহিম মোল্লা, দাউদ সিকদার, ইছাক মুন্সি, মতিন
চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, আমাদের গাড়ী শহরের ভিতর
দিয়ে চলাচল করতে না দিলেও হাইওয়ে দিয়ে চলাচলের জন্য
প্রশাসনকে অনুরোধ জানাই।
উল্লেখ যে প্রায় ১ মাস পুর্বে শহরের উপজেলার সামনে
ট্রক্টর-ট্রলি গাড়ী বাদল মাস্টারকে চাপা দিলে সে ঘটনা স্থলে
মারা যায় তার পর থেকে প্রশাসন শহরে ট্রাক্টর-ট্রলি গাড়ী
বন্ধের নির্দেশ দেন।