শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৯৮তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও
প্রতিকার দাবিতে সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন
অনুষ্ঠিত হয়। সাঘাটা ও ফুলছড়ি আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এই
সংবাদ সম্মেলনে দুই উপজেলার বিক্ষুব্ধ নেতাকর্মীরা অংশ নেয়।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার
বাবু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলেখ করেন, সাঘাটা উপজেলার ম্যুরাল
চত্বরে ১৭ মার্চ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম
জন্ম বার্ষিকী ও শিশু দিবস নারী, শিশু ও নেতাকর্মীসহ বিপুল সংখ্যক
মানুষের উপস্থিতিতে উদযাপিত হচ্ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড.
ফজলে রাব্বি মিয়া। তাঁর বক্তব্য চলাকালে ওই এলাকার আওয়ামী লীগ নেতা
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের সমর্থকরা
দেশীয় অস্ত্রসজ্জিত সজ্জিত হয়ে তার নামে শোগান দিয়ে পরিকল্পিতভাবে সভা
স্থলে ঢুকে পড়ে এবং হামলা চালায়। শিশু-কিশোররা আতংকে এদিক ওদিক
ছোটাছুটি করায় শিশু-কিশোর এবং সাঘাটা যুবলীগের সাধারণ
সম্পাদক নাসিরুল আলম স্বপনসহ অনেকে আহত হয়। এতে একটি শিশুরও পা
ভেঙ্গে যায়, যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হামলার
ঘটনায় দৈনিক জনকণ্ঠ, কালেরকণ্ঠ, যুগান্তর, সমকালসহ বিভিন্ন পত্রপত্রিকায়
দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীর ছবি প্রকাশ পেয়েছে।
আরও উলেখ করা হয়, বঙ্গবন্ধুর জন্মদিনে ওই আলোচনা সভা চলাকালে বঙ্গবন্ধুর
নামে শোগান না দিয়ে তারা ব্যক্তি রিপনের নামে শোগান দিয়ে জাতির
পিতাকে অবমাননা করা হয়। অথচ এই ঘটনাকে ধামাচাপা দিতে ডেপুটি
স্পীকার ফজলে রাব্বি মিয়া এমপি’র নাম জড়িয়ে রিপন সমর্থকরা ১৯ মার্চ
রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন
বক্তব্য উপস্থাপন করে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা ভারপ্রাপ্ত
সভাপতি নাজমুল হুদা দুুদু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক
সম্পাদক রফিকুল ইসলাম বকুল, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির
সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সাঘাটা উপজেলা আ’লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক হাফিজার রহমান মন্ডল, সাঘাটা উপজেলা আওয়ামী যুবলীগ
সভাপতি হারুন অর রশিদ হিরু,সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, ফুলছড়ি
উপজেলা আ’লীগ সভাপতি আকবর হোসেন, ফুলছড়ি উপজেলা যুবলীগ
সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক
রোকনুজ্জামান রোকন প্রমুখ।