রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিন নারায়নপুর
গ্রামে গতকাল সোমবার রাত ২টায় প্রকৃতির ডাকে সাড়া
দিতে গিয়ে শ্লীতাহানির শিকার এক গৃহবধূ। সৃষ্ট ঘটনায় ওই
গৃহবধূ ২ বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
সুত্রেজানান দিনমজুর ছলেমানের স্ত্রী সোমবার রাত ২টায়
প্রকৃতির ডাকে সাড়াদিতে বসত ঘরের বাহিরে যায়। ওই সময়ে
দু’বখাটে পিছনের দিক থেকে গৃহবধূ ফেরদৌসি বেগমের
চোখ ও মূখ বেঁধে শ্লীতাহানি চেষ্ঠা করেন।
গৃহবধূ ফেরদৌসি সাংবাদিকদেরকে জানান ইছাপুর গ্রামের
হানিফের ছেলে সবুজ,সুলতানের ছেলে বাবু পরিকল্পিত ভাবে রাতের
আধারে তার শ্লীতাহানির চেষ্টা করে। ওই তিনি চিৎকার দিলে
গ্রামবাসিরা ছুটে এসে বখাটেদেরকে দাওয়া করেন।
গ্রামবাসি আজিজ,বশির ও ছলেমান জানান শ্লীতাহানি
চেষ্টাকারী বখাটেদ্বয় চিহ্রিত হয়।
থানার উপ-পরিদর্শক এস আই কৃষ্ণ জানান অভিযোগটি সুষ্ঠ
তদন্ত চলছে।