মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
গত সোমবার রাত ৮ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিলা বৃষ্টিসহ ঝড় শুরু হলে
নাকুরগাছী গ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহিমের স্ত্রী
কারিমা (২৮) নামের এক গৃহবধূ ও একটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়াও একই
গ্রামের আব্দুল জলিল (৬০), ফিরোজ (১৭), জাফরুল (১৭) ও আব্দুল করিম আহত হয়েছে।
আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম শফিউল আলম ও
এলাবাসাী জানান, ঝড়ে নাকুরগাছী গ্রামে ইউক্যালিপটাস গাছ বৈদ্যুতিক তারের
সিঙ্গেল লাইনের উপড় ভেঙ্গে পড়ায় তারটি ছিড়ে আব্দুর রহিমের বাড়ী বিদ্যুাতায়িত হয়।
এসময় তার গোয়াল ঘরে থাকা একটি গরু বিদ্যুতায়িত হয়ে হঠাৎ মাটিতে পড়ে গেলে
গৃহবধূ কারিমা গরুটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সেও মারা যায়। এছাড়া
পার্শ্ববর্তী বাড়ীর লোকজন বিদ্যুতায়িত হলেও তাৎক্ষণিক বিদ্যুৎ চলে যাওয়ায় তারা আহত
হয়েছে।