গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে
পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলাদেশ কৃষিবিদ
ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে
বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন ও বঙ্গবন্ধু কৃষিবিদ
পরিষদের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও
বিশেষ মোনাজাত করেন।
এ সময় কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কমিটির
নবনির্বাচিত সভাপতি এ এম এম সালেহ, মহাসচিব
খাইরুল আলম প্রিন্স, দপ্তর সম্পাদক কৃষিবিদ এম এম
মিজানুর রহমান, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সিনিয়র
সহসভাপতি প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া প্রমুখ
উপস্থিত ছিলেন।
অপরদিকে, শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও
রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী
জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও
বিশেষ মোনাজাত করেন। এ সময় রাজশাহীর তানোর উপজেলা
আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক
আব্দুল্লাহ আল মামুনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত
ছিলেন।