ঢাকা: যতোটা গর্জন হয়েছিল, সেই তুলনায় বর্ষণ হয়েছে খুব সামান্যই। দ্বি-স্তরে টেস্ট ক্রিকেট বা ১৩ দল নিয়ে ওয়ানডে লিগ, এই মুহূর্তে হচ্ছে না কোনোটাই। আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় আবার এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হবে। গত শুক্রবার এডিনবরায় আইসিসির বার্ষিক সভায় দ্বি-স্তর আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে খুব বেশি আলোচনা হয়নি।
তবে প্রধান নির্বাহীদের সভাতে এ বিষয়টি আলোচনা হয়েছে। তবে দ্বি-স্তর বিশিষ্ট টেস্টের ব্যাপারে নির্বাহী বৈঠকে আলোচনা হলেও এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে আগামী আইসিসির সভায় ভোটাভুটির মাধ্যমে। রোববার আইসিসির সভা শেষে দেশে ফিরে এমনটাই জানালেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে তিনি জানান টেস্টের দ্বি-স্তর পাস করানো আইসিসির জন্য কঠিন হবে।
রোববার আইসিসি সভা থেকে ফিরে নিজ বাসায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। টেস্টে ক্রিকেটে দ্বি-স্তর কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির মিটিংয়ে যে সিদ্বান্তটুকু এসেছে ওটার প্রেস রিলিজই দিয়ে দিয়েছে। ওটা আপনারাও দেখেছেন। এর বাইরে তেমন কিছু ছিলো না। দ্বি-স্তর টেস্ট নিয়ে কোন সিদ্বান্তই হয়নি। কোন মিটিংয়েই এটা নিয়ে আলোচনা হয়নি। আমি যতদূর জানি নির্বাহী লেভেলের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ একমাত্র দেশ যারা এটা নিয়ে বিরোধিতা করেছে। অন্য কোন দেশ এটা নিয়ে কোন প্রকার বিরোধিতা করেনি। আমরা আমাদের অবস্থান ব্যাখা করবার চেষ্টা করেছি।’
দ্বি-স্তর টেস্ট ইস্যুটি ভোটামুটির মাধ্যমে পাশ হবে। এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মূল বিষয়টা হচ্ছে এখানে কে বিরোধিতা করলো আর কে করল না-এটায় কিছু যায় আসে না। সিদ্ধান্তটা হবে ভোটাভুটিতেই। ওখানে ওরা সর্বোচ্চ আটটা ভোট পাচ্ছে কিনা সেটা দেখবে। সেক্ষেত্রে একজন দুইজন ভোট না দিলেও কিছু যায় আসে না।’
আইসিসির নির্বাহী লেভেলের মিটিংয়ে বাংলাদেশ ছাড়া আর কেউই বিরোধিতা করেনি। তবুও দ্বি-স্তর আন্তর্জাতিক ক্রিকেট ইস্যুটি আইসিসির জন্য পাশ করানো অত্যন্ত কঠিন কাজ হবে বলেও মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়া কেউ বিরোধিতা করেনি নির্বাহী লেভেলে। বোর্ড মিটিংয়ে যখন আসবে এটা তখন এই বিষয়ে চিন্তা করা যাবে। আমার মনে হয় এটা আইসিসিতে পাশ করানোটা এতোটা সহজ হবে না। ওখানে বাংলাদেশ একা হলেও ইস্যুটা এতো সহজ নয়। এটা অনেক কঠিন প্রক্রিয়া, খুব সহজ এটা হবার নয়।’