অনলাইন ডেস্কঃ
লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ১ পুলিশ সদস্যসহ হামলাকারী আহত হয়েছেন। খবর বিবিসি’র।রয়টার্সের এক আলোকচিত্রী বলছেন, গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন।ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে ১ ব্যক্তিকে ছুরি হাতে দেখার পর তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়।
ঘটনার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে অধিবেশন চলছিল।অধিবেশনও মুলতবি করা হয়।পার্লামেন্টের ভেতরে থাকা রাজনীতিক ও সাংবাদিকরা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভবনের ভেতর থেকে তারা গোলাগুলির আওয়াজ পেয়েছেন।এক ব্রিটিশ আইন প্রণেতা জানিয়েছেন, পুলিশকে ছুরি মেরে আহত করেছে এক ব্যক্তি। এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা গেছে। তবে ওই ব্যক্তি জীবিত নাকি মৃত বা তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ। ঘটনার পরই দ্রুত পার্লামেন্ট ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী টেরিজা মে। তার মুখপাত্র একথা নিশ্চিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পার্লামেন্ট সদস্যদের ভেতরে অবস্থান নিতে নির্দেশনা দেয়া হয়েছে।