অনলাইন ডেস্কঃ
সিলেটের শিববাড়িতে বোমা বিস্ফোরণে নিহত দু’পুলিশ কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সারের জানাজা শেষ হয়েছে।রোববার জোহরের নামাজের পরে নগরীর রিকাবি বাজারের কাছে পুলিশ লাইন মাঠে তাদের জানাজা হয়।
জানাজা শেষে মনিরুলের মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীতে এবং আবু কয়সারের মরদেহ সুনামগঞ্জ সদরে নেয়া হচ্ছে।স্ব স্ব বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ দাফন করা হবে।
শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে কায়সার, মনিরুলসহ মোট ৬ জন নিহত হন।
নিহতদের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।জানাজায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।