বাংলার প্রতিদিন ,ঢাকা ঃ
আজ মিরপুর ১০ নং বেনারশী পল্লী এ- ব্লক ৬ নং রোডে মহান স্বধীনতা দিবস উপলক্ষে ব্লাক টাইগারস ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এসময় বিজয়িদের পুরষ্কার তুলেদেন অথিথিরা অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও বিশেষ আথিথি ছিলেন আলহাজ্ব আব্দুল হালিম মজুমদার ,সভাপতি পল্লবী থানা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম মোল্লাহ , ছাত্র লীগ নেতা পারভেজ আওয়ামীলীগ নেতা ওফাজ উদ্দিন ,বাংলার প্রতিদিনের সম্পাদক আলী আজম ও সহ সম্পাদক শাহীন ঢালী প্রমুক ।