জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে এক স্কুলে হামলা করেছে কয়েকজন বখাটে।শনিবার বিকালে
সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে হামলা করে কয়েকজন বখাটে এ নিয়ে
সানরাইজ প্রি-ক্যাডেট কেজি স্কুলের সহকারী অধ্যক্ষ সুরাইয়া আক্তার
গুয়াগাও গ্রামের মাটিয়ার ২ ছেলে টিটু ও তুহিন এর বিরুদ্ধে থানায়
অভিযোগ করেছেন। সুরাইয়া আক্তার জানান,আামাদের স্কুলে হটাৎ করে
আসে সন্ত্রাসী কায়দায় স্কুল অফিসের জিনিসপত্র ভাংচুর করলে আমি
বাধা দেওয়াতে আমাকে মারপিট করা কালে আমাদের স্কুলের আয়া রওশনারা ও
ফজিলাকেও মারপিট করে পরে তারা আমাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে
ভর্তি করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, তদন্ত করা
হচ্ছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ই্ধসঢ়;ফতেখারুল
ইসলাম খন্দকার জানান,বিষয়টি খুবই খারাপ হয়েছে আমি স্কুলের অধ্যক্ষকে
আইনের আশ্রয় নিতে বলেছি।