মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
বিগত সময়ে বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল অবরোধে জয়পুরহাটের
পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুল গফুরের নামে ১৫টি রাজনৈতিক মামলা হয়। এর মধ্যে ১২টি মামলার জামিন হলেও
৩টি মামলায় জামিন না হওয়ায় ২ বছর ফেরারী জীবন যাপন করেন। আজ সোমবার
জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে বিচারক
গোলাম মাহফুজ শুনানী শেষে সরকারি কাজে বাধা ও অস্ত্র মামলার জামিন মঞ্জুর করেন। অপর
দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম শুনানী শেষে থানা ঘেরাও
মামলার জামিন মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের
শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।