এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছে। নিহতের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। নিহতের পরিবার ও জেলে-মহাজনেরা জানায়, মোড়েলগঞ্জের মনির ফকিরের ছেলে মিজানুর ফকির রবিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় মাছ ধরতে যায়। আজ ভোরে সুন্দরবনের টিয়ার চরে মাছ ধরার সময় একটি বাঘ মিজানুরের উপর আক্রমণ করে।
এ সময় বাঘটি তার বুকের বামপাশের পাজরে কাপড়ে ধরে। তার চিৎকারে আশপাশে জেলেরা ছুটে এলে বাঘ মিজানুরকে ফেলে রেখে সুন্দরবনের গহীন অরণ্যে চলে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় মংলা হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তার মৃত্যু হয়।