ঢাকা: গুলশানের হোটেল হলি আর্টিজানে হামলার ২০ মিনিটের মধ্যেই সন্ত্রাসীরা বিদেশিদের হত্যা করে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
রাজধানীর রাজাবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে সোমবার দুপুরে এক শোকসভায় তিনি এ কথা বলেন। ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহতের ঘটনায় এ শোক সভার আয়জন করে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।
আইজিপি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুইজন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। তারা সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল হক বলেন, হামলাকারী যারা নিহত হয়েছে তাদের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নি। মামলার তদন্তের স্বার্থে আমরাই তাদের সঙ্গে যোগাযোগ করব। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজকেই মামলা করা হবে।