আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে
বিরতিহীনভাবে চলছে জেলা পুলিশের মাদক বিরোধী
বিশেষ অভিযান। ফলে গ্রেফতার হচ্ছে চিহ্নিত সব মাদক
ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় বুুধবার (২৯ শে মার্চ)
দিবাগত রাত আনুমানিক শোয়া ৯.০০ টায় মনছুর আলম
(৬২) নামে এক চিহ্নিত গাজা বিক্রেতাকে দুইশ পঞ্চাশ
গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। পুলিশের সূত্রে
জানা যায়, জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ
অভিযানের অংশ হিসেবে সদর থানার এএসআই সাজেদুর,
আনসোপ, ফিরোজ ও হারুনের নেতৃত্বে একটি চৌকশ
টিম কয়েক দফা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা
মনছুর আলমকে আটক করতে সক্ষম হয়। মনছুর আলম পৌর
এলাকার পূর্ব কালিবাড়ী মহল্লার মৃত- তসির উদ্দীনের পুত্র
এর আগে একই দিন সন্ধা ৭.০০ টায় ঠাকুরগাঁও
পৌরসভাধীন সত্যপীরের ব্রীজ এলাকা হতে সদর থানার
এসআই আব্দুল গফুর ও এসআই শামীম হোসেনের
নেতৃত্বে পুলিশের একটি টিম সময় ২১ পিচ গোলাপী
লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মতলেব (২৭)
নামে এক মাদক বিক্রেতাকে আটক করেন। আটক মাদক
বিক্রেতাদের বিরুদ্ধে সদর থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য
মাদক নিয়ন্ত্রন আইনের ৭ এর (ক) এবং ৯ (ক) ধারায় দুটি
পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ মশিউর রহমান।