গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাদক
ব্যবসায়ীদের হাত থেকে রেহাই পায়নি ৮৫ বছরের বৃদ্ধ ও
মুক্তিযোদ্ধার সন্তান। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে
গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের
রাম চন্দ্ররপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, টুঙ্গিপাড়া
উপজেলার দক্ষিন কুশলী গ্রামের ফাউজুল সিকদারের ছেলে
মাদক ব্যবসায়ী নবীর (৩৭), আরিফ (৩৮), বাবুল ৪০, ও একই
এলাকার শাহাজান সিকদারের ছেলে সাইফুল (২৭) তাওহিদ
(২৬), শামীম (৪৩), এবং চাঁন মিয়ার ছেলে মুশফিক (২৩),
একটি ভ্যানে মাদক দ্রব্য পাচার করবে বলে ভ্যান মলিকে কে
জোর করলে ভ্যান মালিক রাজি না হওয়ায় তার উপর দেশীও অস্ত্র
দিয়ে হামলা চালায়। এ সময় ওই হামলায় গুরুতর আহত হয় ৮৫
বছরের বৃদ্ধ মোকাম লস্কার, ইস্ধসঢ়;্রাইল শেখ (৪০), বীর
মুক্তিযোদ্ধার ছেলে নুরু মিয়া শেখ। (৩৫)। গুরুতর আহত
অবস্থায় তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট সদর
হাসপাতালে ভর্তি করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা ও গোপালগঞ্জ
কোর্টে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।