প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে নারী-শিশুসহ ২৫জন যাত্রী আহত হয়েছেন।
এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ ও
হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে
৯টায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের উপজেলার বারাইহাট নামক স্থানে।
আহত যাত্রীরা হলেন, গাইবান্ধার মোবাররক হোসেনের ছেলে আব্দুল হান্নান (৩৬),
নূরুল হকের ছেলে সামসুল (৩০), পলাশবাড়ি গাইবান্ধার দেলোয়ার হোসেনের ছেলে
মিন্টু মিয়া (২৮), জয়পুরহাটের গোলাম মাসুদের মেয়ে মনিকা (১৪), দিনাজপুরের
বৈদ্য নাথের ছেলে অরুণ কুমার (৪৫), দিনাজপুর নিউটাউনের মৃত শুরুর আলীর ছেলে ফজলুল
করিম (৬৩), শালন্দা পার্বতীপুরের বছির উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), লালদীঘির
বিরলের ওমর আলীর ছেলে মোজাহার আলী (৫০), ফুলবাড়ীর সুজাপুরের অমল সাহার ছেলে
শ্যামল সাহা (৬৫), বীরগঞ্জের রবীন্দ্র নাথ (৫০), দিনাজপুর সদরের ঘুঘুডাঙ্গার মোকলেছার
রহমান (৩৫), পীরগঞ্জ ঠাকুরগাঁওয়ের নিখিল চন্দ্র (৪৫) ও অজ্ঞাত পরিচয়ের রফিকুল ইসলাম
(৬০)। এদের মধ্যে মনিকা (১৪) ও অরুণ কুমার (৪৫) নামের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সাগর চন্দ্র রায়, রেজা ইসলাম ও মঞ্জু রায় চৌধুরী বলেন, উম্মে
কুলসুম (বগুড়া-জ- ১১-০০৮০) নামের মেইল বাসটি দিনাজপুর থেকে হিলি যাওয়ার পথে
উপজেলার বারাইহাট নামকস্থানে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে
সাইড দিতে গিয়ে সড়কের পার্শ্বের গাছের সাথে ধাক্কা লেগে সড়কের উত্তর পার্শ্বে
উল্টে যায়। এতে অনন্ত ২৫জন বাসের যাত্রী আহত হন। আহতদেরকে স্থানীয়রাসহ ফুলবাড়ি
দমকল বাহিনী সদস্যরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে
বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. ইব্রাহীম চৌধুরী বলেন, দুর্ঘটনার পরপরই
দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার বাসের ভেতর থেকে ১৩ জন নারী-শিশু
ও বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। এদের মধ্যে
মনিকা (১৪) ও অরুণ কুমার (৪৫) নামের দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ ও
হাসপাতালে নেয়া হয়েছে। তবে ফুলবাড়ী থেকে দিনাজপুর গামী ট্রাকটি দ্রুত
গতিতে সড়কের সিংহভাগ সড়ক জুড়ে যাওয়ার কারণে বাস চালক বাসটি বাম দিকে
বেশি নামিয়ে দেওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম বলেন,
আহতদের মধ্যে মনিকা (১৪) ও অরুণ কুমার (৪৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ ও
হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা
দেয়া হচ্ছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীবকে তার সরকারি মোবাইল
ফোন ০১৭১৩ ৩৭৩৯৭১ নম্বরের ফোন দেয়া হলে ফোনে রিং বাজলেও তিনি তা গ্রহণ না
করায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া যায়নি।