বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামসহ পাশর্^বর্তী উপজেলার সাংবাদিকদের জন্য
তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে
ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সমাপণী অনুষ্ঠানে
মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান সম্পাদক আবুল কালাম আযাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি দেশ টিভির প্রধান সম্পাদক
সুকান্ত গুপ্ত অলক ও পিআইবি’র পরিচালক (প্রশিক্ষণ) আনোয়ারা খাতুন,
প্রশিক্ষণ সহকারী তানিয়া পারভীন, প্রশিক্ষণার্থী বড়াইগ্রাম উপজেলা
প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি
প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। প্রশিক্ষণে বড়াইগ্রাম,
গুরুদাসপুর, সিংড়া, নলডাঙ্গা, লালপুর, বাগাতিপাড়া ও চাটমোহরের মোট
২৮ জন সাংবাদিক অংশ নেন।