অনলাইন ডেস্কঃ
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে অভিযান শেষ করার কথা জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের প্রধান মনিরুল ইসলাম।তিনি বলেন, জঙ্গি আস্তানা থেকে এক নারীসহ তিন জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন সিলেট চেকপোষ্টে বোমা হামলায় সরাসরি জড়িত ছিল বলেও তিনি জানান।
মনিরুল ইসলাম আরো বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য ছিল জঙ্গিদের জীবিত ধরে ফাঁসির কাষ্ঠে ঝোলানো। কিন্তু তা সম্ভব হয়নি। তাদের বার বার আত্মসমর্পণ করতে অুনরোধ করেছিলাম। কিন্তু তারা কোন কথা শোনেন নি বরং উল্টো আমাদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে ।
এদের মধ্যে একজন মহিলা ছাদে উঠে দুটি বোমার বিষ্ফোরণ ঘটিয়েছিলো। একটি বোমা ধানক্ষেতে পড়ে। পুলিশের পাল্টা হামলায় শুক্রবার নিহত হন তিন জঙ্গি। আমরা আজ সকালে বাড়িতে ঢুকে লাশ তিনটি দেখি।তিনি বলেন, সিলেটের অভিযানে লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ৭ জন নিহত হয়েছেন। অভিযানে নিরাপত্তার কথা মাথায় রেখে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এজন্য জনগণের কষ্ট হয়েছে তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।