সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে
যথাযোগ্য মর্যাদায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। শনিবার
সকালে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগের ভট্টপুর মডেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’এর উদ্ধোধন
করা হয়।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তানভীর আহমেদ চৌধুরী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে উক্ত
সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিদ্যালয়ের সভাপতি আবু নাইম ইকবালের সভাপতিত্বে এক আলোচনা সভায়
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার
হাফেজা জামাল হেলালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস প্রমূখ ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্ররা উপস্থিত ছিলেন। পরে সকল
শিক্ষার্থীদেরকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়।