এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সূবর্ণচর
উপজেলার একটি বাদাম ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় (৩২) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে
পুলিশ। শনিবার দুপুর চরওয়াপদা ইউনিয়নের মন্নাননগর-আটকপালিয়া সড়কের
পাশের আবদুল মালেকের দোকানের পিছনের একটি বাদাম ক্ষেত থেকে মৃতদহেটি
উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে স্থানীয় লোকজন কাজে যাওয়ার
সময় চরওয়াপদা ইউনিয়নের আবদুল মালেকের দোকানের পাশে একটি বাদাম ক্ষেতের
মধ্যে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ
ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
নিজাম উদ্দিন জানান, নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, এটি হত্যাকান্ড। বিস্তারিত জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য
নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্য কোথাও হত্যা করে
ওই যুবকের মৃতদেহ ঘাতকরা বাদাম ক্ষেতে ফেলে গেছে।