বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই, মানুষের কথা বলার পরিবেশ নেই। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা।
গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে খালেদা জিয়া এসব কথা বলেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত কথিত বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে চলেছে; কিন্তু এর কোনো প্রতিকার নেই।
সাক্ষাৎ শেষে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ বিষয়ে সাংবাদিকদের জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ, সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের এম ইলিয়াস খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।