ভোলা প্রতিনিধি ঃ
ভোলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩০৯ পিজ ইয়াবাসহ ৩ মাদক
ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার(২এপ্রিল) সকালে হোটেল আফরোজ, তালুকদার মহল ও পাঙ্গাসিয়া
বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দৌলতখান উপজেলার চর শিবলী গ্রামের মৃত আ.
খালেকের ছেলে মোঃ শিপন(২০), ভোলা পৌরসভার দর্গা রোডের আবু
মেলেটারী বাড়ির মৃত. আবু তাহেরের ছেলে আতাহার হোসেন ওয়াছিফ
(২৪) ও ভোলা পাঙ্গাসিয়া বাজার থেকে আ.খালেক মাতাব্বরের ছেলে মোঃ
সোহাগ(৩০)।
ভোলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. ফারুখ
আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে
সকালে অভিযান চালায়। এসময় শহরের হোটেল আফরোজের ৩০২ নং কক্ষ
থেকে ৪০ পিজ ইয়াবাসহ শিপনকে, তালুকদার মহল থেকে ৫০ পিজ
ইয়াবাসহ ওয়াসিফকে ও পাঙ্গাসিয়া বাজার থেকে ২১৯ পিজ ইয়াবাসহ
সোহাগকে আটক করা হয়েছে।
এরা সবাই ভোলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান ওসি। এদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রবিবার দুপুরের
আদালতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।