গোলাম-সারোয়ার,নওগাঁ প্রতনিধি:ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাটে
‘আমরা মাতাজীহাটের ছলপল’ ফেসবুক গ্রুপ এর উদ্যোগে
অসহায় ও দু:স্থ্যদর মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ ও পরিছন্ন অভিযান
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উক্ত অনুষ্ঠানে বদিউল আলমের সভাপতিত্বে প্রধান
অতিথি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ৫নং রাইগাঁ ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৪নং ইউপি সদস্য আব্দুস ছালাম,
রাইগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর
আলম, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন
মানিক, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ,
সাংবাদিক টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠানে ‘আমরা মাতাজীহাটের ছলপল’ ফেসবুক গ্রুপ এর নব
কমিটিতে সভাপতি আরফান ও সাধারণ সম্পাদক রাজু দেওয়ানের
নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মোট ৩২ জন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপলক্ষে পোশাক
সামগ্রী বিতরণ ও মাতাজীহাটে ময়লা আবর্জনা পরিছন্ন
অভিযান অনুষ্ঠিত হয়।