এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু’র হত্যার
প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা ছাত্রদল উদ্যোগে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেসক্লাব চত্বর
থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে পৌর
বাজারে গিয়ে শেষ হয়। পরে পৌর বাজারের সামনে সড়কে জেলা ছাত্রদলের সভাপতি
নুরুল আমিন খানের সবাপতিত্বে প্রতিবাদ সমাবেশে যুগ্ম সম্পাদক
সামছুদ্দোহা মিঠু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি
এডভোকেট আবদুর রহমান, শহর বিএনপি’র সভাপতি আবু নাছের, সাধারণ
সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম কালা, ভিপি
পলাশ, শিপলু, ছাত্রদল নেতা আবু হাসান নোমান, আজগর উদ্দিন দুখু প্রমুখ। এ
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নেতা নুরু হত্যার বিচার দাবি করা হয়েছে।