এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর দ্বীপ উপজেলা
হাতিয়ার মেঘনা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় আমিনুল হক (৪১) নামে এক
যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের
পার্শ্ববর্তী মেঘনা নদীর মোহনা থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার
করা হয়। নিহত আমিনুল হক চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা হারিছপুর গ্রামের
কাজী আবদুল হকের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে মাধ্যমে পুলিশ তার
পরিচয় সনাক্ত করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ
বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, সোমবার সকাল থেকে চানন্দী
ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে একটি ভাসমান মৃতদেহ পড়ে
থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ
উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহটি হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা
হয়েছে। চট্টগ্রাম থেকে নিহতের পরিবার আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও
তিনি জানান।