আন্তর্জাতিক ঃ
রাশিয়ায় পাতাল রেল স্টেশনে বিস্ফোরণের সময় সেন্ট পিটার্সবার্গেই ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ঘটনার পর পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে জানান, ঘটনার সময় পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর সঙ্গে বৈঠক করতে তিনি সেন্ট পিটার্সবার্গ যান।
এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব বিষয়কে মাথায় রেখে তদন্ত চলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা।
তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।