শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) ৩
সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলার
হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামের একটি বাড়ী থেকে তাদের
আটক করা হয়।
আটকরা হলো- পলাশবাড়ী উপজেলার কিশামত কেওয়াবাড়ী গ্রামের নুরুল
আকন্দের ছেলে মেহেদুল ইসলাম (৩৫), গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশ
পাচপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও
গাইবান্ধা সদর রামচন্দ্রপুর গ্রামের মৃত নজলার রহমানের ছেলে আতাউর রহমান
মন্টু (৩৫)।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে পলাশবাড়ী উপজেলার একটি বাড়িতে
অভিযান চালিয়ে জেএমবি’র ৩ সদস্যকে আটক করা হয়। এসময় ওই বাড়ি
থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়।