শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : দেশ ও জাতির মঙ্গলসহ পারিবারিক
শান্তি কামনা করে মঙ্গলবার গাইবান্ধায় অনুষ্ঠিত হয় সনাতন
ধর্মাবলম্বীদের অষ্টমীর পূণ্য ¯œানোৎসব। ফুলছড়ি উপজেলার যুমনা-ব্রহ্মপুত্র
নদের তিস্তা মুখ পয়েন্ট ও বালাসিঘাটে নদী তীরে ভোর থেকে ওই উৎসবে
যোগ দেয় জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার নারী, শিশু ও পুরুষ। এ
উপলক্ষে সেখানে দিনব্যাপী মেলা বসে। লোকজ পণ্য, শিশুদের খেলাধুলার
জিনিসপত্রসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর পসরা সাজায় দোকানিরা। এবার
স্নানে অংশ নিতে আসা মানুষদের সুবিধার জন্য স্থানীয় প্রশাসন
বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মেলা থেকে একটু দুরে
আশেপাশের বালুচরে জুয়ারিদের আনাগোনা লক্ষ্য করা গেছে।